ব্রিগেডে বন্যা! ২০২৬-এর আগে ব্রিগেড থেকে সিপিআইএমের মহিলা মুখ বন্যা?

Spread the love

ব্রিগেডে বন্যা। এ বন্যা জনতার ঢল নয়। খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু। ব্রিগেডের মঞ্চের মূল আকর্ষণ ছিলেন মাঝবয়সী বন্যা।
এককালে সিপিআইএমের স্লোগান ছিল – লাঙল যার, জমি তার। সেই মেঠো সিপিআইএমে শহুরে ছোঁয়া লেগেছে বলে অনেকেই বলেন। এবার বামেদের ব্রিগেডে খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডুই ছিলেন বিশেষ বক্তা। এবার সিপিআইএমের বক্তৃতা তালিকায় ছিলেন না মীনাক্ষি মুখোপাধ্যায়। ছিলেন- মহম্মদ সেলিম। অনাদি সাহু। অমল হালদার। নিরাপদ সরদার। সুখরঞ্জন দে এবং বন্যা টুডু।

২০০১ সাল থেকে DYFI ব্লক কমিটির সদস্য হিসেবে বাম রাজনীতিতে পা রাখেন বন্যা। ২০১১ সালেও লাইমলাইটে এসেছিলেন। মহনতি মানুষের জন্য ডাকা ব্রিগেডে বক্তব্য রাখেন বন্যা। বন্যার মুখে উঠে এলো ‘গেরাম’। একেবারে গ্রামের ছোঁয়া। লড়াইয়ের ডাক দিলেন খেতমজুর সংগঠনের নেত্রী বন্যা টুডু। ১০০ দিনের কাজকে ২০০ দিনের করার দাবি। তৃণমূল-বিজেপিকে উৎক্ষাতের দাবি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *