রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ

Spread the love

নতুন রেশন ডিলারের কাছে রেশন না নেওয়ার দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসটোলি গ্রামের ঘটনা।

জানা গিয়েছে ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলঝাড়ি গ্রামের বাসিন্দা রেশমি খাতুন। তিনি নতুন ডিলারশিপ পেয়েছেন। এবং তার রেশন গ্রাহকরা রয়েছে চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসটোলি এলাকায়। যার দুরত্ব প্রায় ৪০ কিলোমিটার দুরে। গ্রামবাসীদের অভিযোগ স্হানীয় ডিলারের ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কি করে এক ব্লক থেকে অন্য ব্লকের ডিলারশিপ দেওয়া হলো প্রশ্ন তুলছেন গ্রাহকরা। শুক্রবার বিকালে ওই এলাকায় নতুন ডিলার রেশন দিতে আসলে ডিলারকে আটকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুর করে গ্রাহকরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা।

যদিও ডিলার রেশমি খাতুনের দাবি ইসলামপুর মহকুমায় যে কোনো ব্যক্তি ডিলারের জন্য আবেদন করতে পারেন। আমি যোগ্য আছি তারপর পেয়েছি। আজকে রেশন দিতে আসলে গ্রাহকরা রেশন না নিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে জানান তিনি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *