বলিউডের প্রখ্যাত অভিনেতা ও প্রযোজক ধীরজ কুমার আর নেই। সোমবার (১৫ জুলাই) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। জানা গেছে, তিনি নিউমোনিয়া ও হার্ট অ্যাটাকের কারণে মারা যান।
মঙ্গলবার সকালে অন্ধেরি ওয়েস্টে তাঁর শেষ দর্শনের ব্যবস্থা করা হয়। এরপর দুপুরে পবন হান্স (Waghji Bhai Wadi) শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।
ধীরজ কুমারের শেষযাত্রায় বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ অংশ নেন। উপস্থিত ছিলেন:
- তারক মেহতা কা উলটা চশমা-এর প্রযোজক অসিত কুমার মোদী
- খ্যাতনামা অভিনেতা রাজা মুরাদ, তারুণ খান্না, দীপক পরাশর, সুরেন্দ্র পাল
- পরিচালক অনীস বাজমি, প্রযোজক আশোক পণ্ডিত, বালবিন্দর সুরি প্রমুখ
ধীরজ কুমার তাঁর কর্মজীবনে হিন্দি ও পাঞ্জাবি সিনেমায় কাজ করেছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় টিভি সিরিয়াল যেমন ওম নমঃ শিবায়, শ্রী গণেশ, আদালত প্রযোজনা করেন। ১৯৮৬ সালে তিনি নিজের প্রোডাকশন হাউজ Creative Eye প্রতিষ্ঠা করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,
“ধীরজজি ছিলেন একজন হাসিখুশি মানুষ, যিনি সব সময় সকলের পাশে ছিলেন। তিনি কেবল একজন অভিনেতা নন, ছিলেন একজন পথপ্রদর্শক এবং সত্যিকারের ভদ্রলোক।”
ধীরজ কুমারের মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি যেভাবে সিনেমা ও ছোটপর্দায় অবদান রেখেছেন, তা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।