মেদিনীপুর ছেড়ে বর্ধমান-দুর্গাপুরে হার: দিলীপ ঘোষকে ঘিরে দলবদলের জল্পনা তুঙ্গে

Spread the love

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফের রাজ্য রাজনীতির বিতর্কের কেন্দ্রে। একসময় পশ্চিম মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব তাঁকে পাঠায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে—আর সেখানেই ঘটল বড় ধাক্কা।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে প্রায় ১.৩৮ লক্ষ ভোটে পরাজিত হন দিলীপ ঘোষ।

এই পরাজয়ের পরেই প্রশ্ন উঠেছে—দল তাঁকে কেন ‘ঘরের কেন্দ্রে’ না রেখে অন্যত্র পাঠাল? মেদিনীপুরে তাঁর জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন্দ্র বদলানো নিয়েই ক্ষোভ রয়েছে দলীয় একাংশে। আর সেই ক্ষোভ থেকেই কি এবার নতুন কোনও রাজনৈতিক মঞ্চের কথা ভাবছেন দিলীপ ঘোষ?

বিজেপির অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে—দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে আগেই। দিলীপ ঘোষ নিজেও বিভিন্ন সময়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, তিনি কি নতুন দল গঠনের দিকে এগোচ্ছেন? যদিও তিনি এখনো প্রকাশ্যে কিছু বলেননি।

বিজেপির একাংশের মতে, দিলীপ ঘোষের মতো নেতাকে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার ফলেই রাজ্যে সংগঠন দুর্বল হয়েছে। এখন দেখার, এই ‘অসন্তুষ্ট’ দিলীপ ঘোষ ভবিষ্যতে কী পদক্ষেপ নেন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *