EXCLUSIVE: রাজনীতির জমিতে কর্মী ফলানোর পর এবার স্ট্রবেরি চাষে দিলীপ

Spread the love

রাজনীতির জমিতে বহু কর্মী চাষ করেছিলেন দলের জন্য। ভারতীয় জনতা পার্টিকে বাংলার মাটিতে বিধানসভা এবং লোকসভায় নেতা ফলাতে সাহায্য কম করেননি। সেক্ষেত্রে কি প্রতিদান পেলেন, সেই হিসেবে দুরস্ত। তবে এবার কৃষিকাজে মন দিয়েছেন দিলীপ ঘোষ। মেদিনীপুর ঘরের মাটি, সেখানেই স্ট্রবেরি, ব্রকলি ফলাচ্ছেন। নিজের উদ্যোগে লাগিয়েছিলেন চারা।

সামাজিকমাধ্যমে দিলীপবাবু জানিয়েছেন,
“বিদেশি ফল স্ট্রবেরি। আমাদের দেশের আবহাওয়ায় সাধারণ হয় না। কিন্তু আমি মেদিনীপুরে দেড় হাজার চারা লাগিয়েছিলাম। মাস খানেকের মধ্যে কুড়ি ধরে ফল হয়ে তা পাকতে শুরু করেছে। বেশ কয়েকজন গবেষক আমায় সহায়তা করেছে।
আমি আশা করি আমাদের জঙ্গলমহলে মানুষের স্ট্রবেরি চাষের প্রতি আগ্রহ বাড়বে। এই ফল আমাদের বাজারে ৪০০-৪৫০ টাকা প্রতি কেজি বিক্রি হয়। বাইরে থেকে স্ট্রবেরি আমদানি করানোর পরিবর্তে আমাদের জেলা এবং তারপর এই রাজ্যেই যদি স্ট্রবেরি চাষ করা যায়, তবে আয়ের জায়গা বাড়বে কৃষকদের। সব মিলিয়ে চেষ্টা চালাচ্ছি, যাতে নতুন নতুন চাষাবাদ শুরু হয় আমাদের রাজ্যে। তাই এই স্ট্রবেরি চাষের প্রচার হওয়া উচিত।”


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *