Narendra Modi: প্রধানমন্ত্রীকে পরামর্শ দিলজিতের

Spread the love

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন দিলজিত দোসাঞ্জ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়েও পড়েছিল। বিশেষ পরামর্শ শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী কে দিয়েছেন দিলজিত।
সংগীত শিল্পীর কাছে প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন প্রান্তে সংগীত সংক্রান্ত নানা উৎসব নিয়ে অভিজ্ঞতা জানতে চান। কি ধরনের গান হয় কোন ভাষায় হয় তাও জানতে বেশ উৎসাহী ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিলজিত প্রধানমন্ত্রীর কাছে একটি আর্জি জানান যে বিদেশের মত এই ধরনের সংগীত অনুষ্ঠান ভারতীয় হতে পারে।
প্রধানমন্ত্রীকে গায়ক জানান, বিদেশে “কোচেলা” , যা ক্যালিফোর্নিয়ার একটি বিখ্যাত সংগীত উৎসব বা অন্যান্য সংগীত উৎসব বিরাট আকার নিয়েছে। আমরাও যদি এমন কিছু বিশাল আকারে করতে পারি তাহলে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমাদের দেশে আসবে।
দিলজিত ঐদিন প্রধানমন্ত্রীকে বেশ কিছু অভিনব পরিকল্পনার কথাও জানিয়েছেন। তার মতে ভারতের সংস্কৃতিতে বৈচিত্র্য রয়েছে। এই যেমন আমরা কোন ভাবায় বসে খাবার খাচ্ছি আর তার সঙ্গে কেউ রাজস্থানী গান গাইছেন। অপূর্ব শুনতে লাগে এই গান। শুনলে মনে হয় নিজে গান গাওয়া বন্ধ করে দেই। যদিও গান গাওয়া আমার পেশা কিন্তু এই গায়কেরা প্রত্যেকেই অসাধারণ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *