পরিচালক ও অভিনেতা অনুরাগ কাশ্যপকে নিয়ে বিতর্ক তুঙ্গে। ব্রাহ্মণদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ইতিমধ্যেই পরিচালক ক্ষমাও চেয়েছেন। তবুও ব্রাহ্মণী সেনা তার ওপর রেগে আছে। তারা ঘোষণা করেছে অনুরাগের মুখে কালি ছিটাতে পারলেই এক লক্ষ টাকা পুরস্কার দেবে তারা।
অখিল ভারতীয় ব্রাহ্মণ সংঘ, অখিল ভারতীয় ব্রাহ্মণ মহাসভা, বিশ্ব ব্রাহ্মণ পরিষদ, চাণক্য সেনা, ব্রাহ্মণ সেবা সংঘ সর্ব ব্রাহ্মণ মহাসভা ভার্চুয়ালি এক বৈঠক করে। সেখানেই চাণক্য সেনার প্রধান পন্ডিত সুরেশ মিশ্র বলেন, “ব্রাহ্মণদের বিরুদ্ধে কুমন্তব্য নিয়ে শিক্ষা দেওয়া উচিত অনুরাগ কাশ্যপের মন্তব্য দুর্ভাগ্যজনক।”
ব্রাহ্মণী সেনা ঘোষণা করে, শাস্তি স্বরূপ অনুরাগের মুখে কালি মাখাতে যে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
অনন্ত মহাজীবনের আগামী ছবি “ফুলে” সেন্সরের কোপে পড়ায় অনুরাগ সরব হয়েছেন অনন্তের পক্ষ নিয়ে। এখান থেকেই বিতর্ক তৈরি হয়েছে। নেটিজম রাত তার পোস্টে তাকে আক্রমণ করেছে। তখনই অনুরাগ কাশ্যপ লেখেন, “ব্রাহ্মণদের উপরে আমি মুত্র ত্যাগ করি… সমস্যা আছে?” এরপরেই বিতর্ক তুঙ্গে।
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে শুক্রবার অভিযোগ দায়ের হয়েছিল। যদিও পরে তার মন্তব্যের জন্য তিনি ক্ষমা চেয়েছেন। তবে কালি লাগানোর মন্তব্যের পর তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।