ওষুধকে ঘিরে বিভ্রান্তি মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। ওষুধের বোতলের গায়ে ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আগামী সেপ্টেম্বর মাস। জানিয়ে তোলপাড় মালবাজার শহর। একাধিক প্রশ্ন উঠছে কি করে এই ওষুধ হাসপাতালে এলো তা নিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মালবাজার সহ সংলগ্ন ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা প্রবীর সাহা। অসুস্থ মাকে নিয়ে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে যান। তার মাকে দন্ত বিভাগের চিকিৎসক দেখেন। দাঁতের পরিচর্যার জন্য হাসপাতালের ওষুধের কাউন্টার থেকে একটি তরল ওষুধ দেওয়া হয়।
ওষুধ নিয়ে বাড়ি ফিরতেই প্রবীণবাবু হতবাক। ম্যানুফ্যাকচারিং ডেট লেভেলে রয়েছে সেপ্টেম্বর, ২০২৫। অন্যদিকে ওষুধের কার্যকরী তারিখ লেখা রয়েছে আগস্ট, ২০২৬। এতেই বেশ বিভ্রান্ত হয়ে পড়েন তিনি । ছুটে যান হাসপাতালে। বিষয়টি জানান ডাক্তার বাবুকে।
ভুল মেনে নিয়ে হাসপাতাল সুপার সুধীরকুমার জানিয়েছেন, “ওই ওষুধের সমস্ত ব্যাচ ইতিমধ্যেই ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”