জাল জিএসটি নম্বর দিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করছে একটি ওষুধ বিপণন সংস্থা। কয়েক বছরে প্রায় কোটি টাকার ব্যবসা করেছে এই সংস্থা। বিহারের এক কৃষকের জিএসটি নম্বর তারা ব্যবহার করেছে।
বড়বাজারের বাগরি মার্কেটে এমন বহু জিএসটি চক্র ধরা পড়েছে। কারো জিএসটি বিহারের, কারো অন্ধ্রপ্রদেশের, কারো আবার গুজরাট।
ড্রাগ কন্ট্রোল সমস্ত তথ্য অর্থ দপ্তরের হাতে তুলে দিয়েছে। স্বাস্থ্য ভবন ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে বিষয়টি জানিয়েছে।
ড্রাগ্গ কন্ট্রোলের এক আধিকারিক জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আসা ওষুধের তদন্ত করতে গিয়ে পুদুচেরিতে জাল ওষুধের কারখানার হদিশ মিলেছে। এরপরেই পশ্চিমবঙ্গের ড্রাগ কন্ট্রোল তামিলনাড়ুর ড্রাগ কন্ট্রোলকে খবর দিয়েছে