পুরীর মন্দিরের ধ্বজা চুরি। অভিযোগ নয়। স্পষ্ট ছবি। মানুষ নয়। ধ্বজা চুরি করল ঈগল।
৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে পুরীর মন্দিরের হলুদ ধ্বজা চুরি। রবিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেনি INDINEWS24
ভিডিওয় দেখা যাচ্ছে, পুরীর মন্দিরের চারপাশে ঘুরছে একটি পাখি। ভাইরাল ভিডিওয় দাবি, এই পাখিটি ঈগল। মন্দিরের চূড়ার গা থেকে কিছু একটা নিয়ে যাচ্ছে পাখিটি। তারপর দেখা যায়, পুরীর মন্দিরের একটি ধ্বজা নিয়ে যাচ্ছে পাখিটি। উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ধ্বজাটি।
এর আগে আমফান ঝড়ের সতর্কতা পাওয়ার পরই পুরীর মন্দিরের মূল ধ্বজায় আগুন লেগে যায়। আর এবার একটি ধ্বজা নিয়ে গেল ঈগল।