আমৃত্যু কারাদণ্ড!বোনকে খুনের শাস্তি। জমি সংক্রান্ত বিবাদের জেরে বিশেষভাবে সক্ষম বোনকে খুন। এই অভিযোগে দোষী সাব্যস্ত অভিযুক্ত দাদা। ঘটনা নদীয়ার। ভারতীয় ন্যায় সংহিতার ১৩ (১) ধারায় দোষী সাব্যস্ত। অভিযুক্ত দাদাকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলো নদীয়ার রানাঘাট ফাস্টট্রাক আদালত।অভিযোগ, নদীয়ার ধানতলা থানার দত্তপুলিয়া এলাকার বাসিন্দা এক বিশেষভাবে সক্ষম যুবতীকে ২০২৪ সালের ৪ জুলাই, জমি সংক্রান্ত বিবাদের জেরে মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করেন তারই দাদা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দাদাকে গ্রেফতার করে ধানতলা পুলিশ। সেই মামলার শুনানি পর্বে ১৪ জন সাক্ষীর সাক্ষদানের ভিত্তিতে বুধবার অভিযুক্তকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত করে রানাঘাট ফাস্ট ট্রাক আদালত। আর বৃহস্পতিবার অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনান রানাঘাট ফাস্ট ট্রাক আদালতের বিচারক।
বোনকে খুনের শাস্তি পেল দাদা!
