EXCLUSIVE
কলকাতা: চকচক করলেই সোনা নয়। আর স্ট্রিক থাকলেই কি ব্র্যান্ডেড হয়? একেবারে নয়, Indi News24 ঢুঁ মারলো শিয়ালদহ স্টেশন চত্বর এলাকা। স্টেশনের ধারে চালু ফলের দোকান। স্টিকার সাটানো আপেল বিকোচ্ছে রমরমিয়ে। কিন্তু কেন এই স্টিকার? কাশ্মীর থেকে আনানো বলে, নাকি অন্য রহস্য?
স্টেশনের গায়ে আপেলের ঢিবি। তাতে কিছু সাধারণ কিছু আবার অতি সাধারণ, মানে স্টিকার দেওয়া। স্টিকার কি মেইন স্ট্রাইকার, যে ম্যাচ বদলে দেবে? বাস্তবে পা দিলে যা বোঝা গেল, তা একেবারেই নয়। স্টিকার তুলতেই মাথায় হাত। কালো, পচা, ক্ষত অংশ স্টিকার দিয়ে ঢাকা। অর্থাৎ ক্রেতা ঠকানো!
বিক্রেতাকে জিজ্ঞেস করলে উত্তর, “কাশ্মীর থেকে এসেছে” অথবা “কোম্পানির স্টিকার”। কিন্তু কোন্ কোম্পানি? উত্তর নেই! একটু ঘুরলে দেখা যাবে, বাচ্চাদের মলাটে দেওয়া নেম প্লেটের মতো, ফলের স্টিকার সহজলভ্য। তা আপনিও কিনে যে কোনও ফলে লাগাতে পারবেন।
কিন্তু কী কারণে স্টিকার লাগানো হয় আপেলে?
– মূলত, আপেলে ক্ষত বা দাগ দেখলে ক্রেতা তা কিনতে চায় না। তাতে আখেরে ক্ষতি বিক্রেতার। তাই বিক্রির স্বার্থে এভাবে দাগ লুকিয়ে রমরমিয়ে গছানো হয় ক্রেতাকে। আচ্ছা এই দাগ কীসের? শুধুই ফলের দাগ, নাকি এতে কোনও কেমিক্যাল পাঞ্চ করা হয়েছে, যা আপেলে দাগের কারণ! ভেবেছেন কখনও? সস্তায় সুন্দর ফল কেনার আগে খতিয়ে দেখুন। ফল ফেনার আগে জহুরি হন