রাজ্যের দিকে দিকে জাল পাসপোর্ট চক্র। এবার সেই স্রোত উত্তর ২৪ পরগনার সোদপারে। ভোটার কার্ড এবং পাসপোর্ট তৈরি করা ও চাকরি দেওয়ার নামে কোটি টাকা প্রতারণার অভিযোগ। ইতিমধ্যে ১ জনকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ।
সোদপুর স্টেশনের একদম কাছে, কাচকল মোড়ে অফিস খুলে সেখানে জাল পাসপোর্ট, ভোটার কার্ড তৈরি চলছিল বলে সূত্র মারফত খবর পায় পুলিশ। তারপর বহু মানুষকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল তপন রায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে। খড়দহ থানায় অভিযোগ দায়ের করার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত।রবিবার সোদপুর কেয়ার মোড়ের কাছে গোপন সূত্রে অভিযান চালায় খড়দহ থানার পুলিশ। আর ওই গোপন অভিযানেই অভিযুক্ত তপন রায়কে গ্রেপ্তার করল খরদহ থানার পুলিশ।।নদীয়ার তেহট্ট থানাতেও অভিযুক্তের নামে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ রয়েছে।