পাহাড়ে পর্যটকদের কথা মাথায় রেখে নয়া সিদ্ধান্ত দমকল দপ্তরের। মূলত পর্যটকদের সুরক্ষায় জোর দেওয়ার নির্দেশ দফতরের কর্তাদের। প্রতিটি হোটেলের ফায়ার লাইসেন্স বাধ্যতামূলক। নিয়মিত তা পর্যবেক্ষণ করতে হবে। এমনকী ছোটো ছোটো হোটেল এবং রেস্তোরাঁ গুলির ক্ষেত্রেও লাইসেন্স বাধ্যতামূলক। সেক্ষেত্রে অনলাইনে আবেদন করা যেতে পারে। শুক্রবার দার্জিলিংয়ে দপ্তরের আধিকারিক, জেলা প্রশাসন এবং জিটিএ’র কর্তাদের নিয়ে বৈঠকের পর একথা জানান, দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি এও জানান, সুখিয়াপোখরিতে নতুন দমকলকেন্দ্র গড়ে তোলা হবে। জমি পেলে সোনাদা, তাকদাতেও ফায়ার স্টেশন তৈটি করা হবে।
পাহাড়ে পর্যটকদের সুরক্ষায় বড় পদক্ষেপ
