সোমবার সকালবেলায় মাদারিহাটে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ড। দোকান খোলার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকান।দোকান খুলেই জিনিস আনতে বেরিয়েছিলেন দোকানের মালিক চঞ্চল সূত্রধর। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তার কাছে ফোন যায়—তাঁর দোকানে ভয়াবহ আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে ছুটে আসেন দোকানে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাদারিহাট বিডিও অফিসের উল্টোদিকে চঞ্চল বাবুর একটি ল্যাবরেটরি দোকান রয়েছে। সেই দোকানের পাশেই ছিল প্রকাশ সেলুন। আগুনের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকানই।প্রথমে এলাকাবাসী জল ও বালতির সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ও বিস্তার রোধ করা সম্ভব হয়।তবে ঠিক কীভাবে দোকানে আগুন লাগলো, তা এখনও স্পষ্ট নয়। মাদারিহাট থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে।এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারিত না হলেও, দুই দোকানের সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় আর্থিক ক্ষতির পরিমাণ বেশ গুরুতর বলেই মনে করা হচ্ছে।