ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ, যাত্রীবাহী বাস থেকে বাজেয়াপ্ত বাজি!

Spread the love

বিপুল পরিমাণ বাজি ও বাজি তৈরির মশলা। ওড়িশা থেকে পশ্চিমবঙ্গগামী বাস থেকে উদ্ধার বাজি ও বাজি তৈরির মশলা। এগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেফতার ২।

সূত্রের খবর, পুলিশ ১ কুইন্টালেরও বেশি পরিমাণ বাজি বাজেয়াপ্ত করেছে। বাসের চালক ও কন্ট্রাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।
ধৃতরা হলেন বাসের চালক নিত্য জানা এবং কন্ট্রাক্টর সমরেন্দু বিশুয়া। ২ জনের বাড়ী উড়িষ্যা রাজ্যের বালেশ্বর জেলার বাসিন্দা।
জানা গেছে, উড়িষ্যা থেকে কাঁথি আসছিল যাত্রীবাহী বাসটি। উড়িষ্যার বালেশ্বরে প্রায় ১৪ টি প্যাকেটে এক কুইন্টালেরও বেশি ভয়ানক বাজী ও বাজী তৈরির মশলা নিয়ে কাঁথি আসছিল। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ কাঁথির দীঘা বাইপাসে ওই যাত্রীবাহী বাসে তল্লাশি চালান। বাসের ডিগি ও পেছন সিটে বিপুল পরিমাণে মজুদ ছিল ভয়ানক বিপুল পরিমাণে বাজি। কাঁথি পুলিশ অফিসার প্রণব বেরা নেতৃত্বে অভিযান চালানো হয়। উদ্ধার বাজি বাজার মূল্য লক্ষাধিক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *