জিনিসপত্রের দাম কার্যত আগুন। দিন দিন জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তুই পরিচিতিতে মিড ডে মিলের জন্য বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।
প্রাথমিকে মাথাপিছু ৫৯ পয়সা ও উচ্চ প্রাথমিকে মাথাপিছু ৮৮ পয়সা বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নির্দেশ লাগু হবে আগামী ১লা মে থেকে।
গত নভেম্বর মাসে কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের বরাদ্দ বাড়িয়েছিল। প্রাথমিকে বেড়েছিল ৭৪ পয়সা এবং উচ্চ প্রাথমিকে বেড়েছিল ১.১২ টাকা। এর ফলে প্রাথমিক এ মাথাপিছু বরাদ্দ বেড়ে হলো ৬.৭৮ টাকা আর উচ্চ প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ বেড়ে হলো ১০.১৭ টাকা।
এই বৃদ্ধিতে শিক্ষামহলের অনেকেই খুশি নন। তাদের মতে এই সামান্য বৃদ্ধিতে কোন প্রভাব পড়বে না এবং কোন শিশুরই লাভ হবে না।