ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করতে সাফল্যের শিখরে গার্ডেনরিচ, আরো দুটি যুদ্ধ জাহাজ ভারতীয় নৌ সেনার হাতে তুলে দেবে তারা

Spread the love

গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইতিমধ্যেই একাধিক যুদ্ধজাহাজ নৌসেনা বাহিনীর হাতে তুলে দিয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে উন্নত মানের জাহাজ তৈরিতে প্রতিজ্ঞা বদ্ধ এই সংস্থা।

গার্ডেনরিচ শিফট বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বর্তমানে দুটো যুদ্ধজাহাজ তৈরি করছে। এই জাহাজ দুটির সামুদ্রিক পরীক্ষা-নিরীক্ষা সফল হয়েছে বলেও সম্প্রতি সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে।

নৌসেনার ১৭এ প্রজেক্টের আওতায় দুটি যুদ্ধ জাহাজ হিমগিরি (ইয়ার্ড ৩০২২) ও অ্যান্ড্রোথ (ইয়ার্ড ৩০৩৫) তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই গত ৩রা মার্চ সমুদ্রে নামে এই দুটি যুদ্ধজাহাজ। খতিয়ে দেখা হচ্ছে জাহাজ গুলির প্রতিরক্ষা ব্যবস্থা, গতি ইত্যাদি। শেষ মুহূর্তের কাজ চলছে।

আইএনএস আর্নালা (ইয়ার্ড ৩০২৯) এর পরীক্ষা সফল হয়েছে এবং তা খুব তাড়াতাড়ি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

এর আগে অফশোর পেট্রল ভেসেল তৈরি করে গার্ডেনরিচ নৌসেনার হাতে তা তুলে দিয়েছে। এগুলি শত্রুপক্ষের ওপর কড়া নজরদারি রাখতে সক্ষম। বর্তমানে সার্থক ভাবে সেগুলি কাজও করছে। এই গার্ডেনরিচাই তৈরি হয়েছে চীনকে দমন করার জন্য বিশেষ সাবমেরিন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *