ঘুম ভাঙছে পাশের বাড়ি ভাঙা আওয়াজে। বাইরে পা দিলে টুকরো টুকরো দেহ। কার্যত ধ্বংসের মুখে রাফা। রাফা হল প্যালেস্টাইনের গাজার একটি শহর। এখানে ইসরাইল একের পরের হামলা চালাচ্ছে বলে অভিযোগ। থানার প্রশাসন দাবি করছে ইজরাইলি হামলায় রাফার প্রায় ৯০ শতাংশ ঘর বাড়ি পুড়ে ভেঙে ছাই। সরকারি হিসাব বলছে ১ লক্ষ ১৫ হাজার মানুষ জখম। মৃত ৫০ হাজার ৬৯৫ জন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অবশ্য বলছেন মৃতদের বেশিরভাগই জঙ্গি। গাজাকে জঙ্গি মুক্ত করেই ছাড়বে ইজরায়েল। তার মানে এই হামলা চলবে? নিরীহ মানুষ মরবে? প্রশ্ন অনেকেরই।
এক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, স্থানীয় এক বাসিন্দা বলছেন, “আমার বাড়ির উপর পাশের বাড়ি ভেঙে পড়েছে। সেই আওয়াজে আমার ঘুম ভেঙেছে”!