গোধরা ট্রেন কাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে দ্য সবরমতী রিপোর্ট। অভিনয় করেছেন বিক্রান্ত মাসে, রাশি খান্না, ঋদ্ধি ডোগরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কারও প্রশংসা কুড়ানো বাকি নেই আর।
আর এবার সবরমতী প্রভাব বাংলায়। কার্যকর্তাদের সঙ্গে দ্য সবরমতী রিপোর্ট দেখলেন স্বয়ং দিলীপ ঘোষ। প্রত্যেককে আসল সত্য জানার পরামর্শ দিলেন। দিলীপের কথায়, “রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ। ২০০২ সালের সবরমতী ট্রেন কাণ্ডে নরেন মোদী এবং বিজেপিকে বদনাম করার চেষ্টা হয়েছে। আসল রিপোর্ট এখন সামনে এসেছে। যা নিয়ে কাশ্মীর ফাইলসের মতো ছবি তৈরি হয়েছে। দোষীদে শাস্তির একটা পথ বেরিয়েছে। দুর্ঘটনাকে সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা হয়েছে কীভাবে, তা জানতে ভারতের জনগণের উচিত এই সিনেমা দেখা।”
Video Player
00:00
00:00