খুশী চা শ্রমিকরা! কারণ ১০ বছর পর চা বাগান খুলেছে। পাতা তোলার মাধ্যমে পথচলা শুরু বাগানের! সমস্যা সমাধান করে বাগান চলবে মত মালিকের।দীর্ঘ ১০ বছর পর খুলল পানিঘাটা চা বাগান। গত ২০১৫ সাল থেকে শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে পড়েছিল মিরিক মহকুমার এই পানিঘাটা চা বাগান। এদিন বাগান খুলে যাওয়ায় খুশির হাওয়া শ্রমিকদের মধ্যে। মিরিক মহকুমার পাহাড়ের গা ঘেঁষা এই পানিঘাটা চা বাগান ২০১৫ সালে পুজোর আগে বোনাস না দিয়েই শ্রমিক মালিক পক্ষ সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিস টাঙিয়ে বাগান ছাড়ে। কর্মহীন হয়ে পড়ে ১৫০০জন শ্রমিক। পরবর্তীতে এই শ্রমিকেরা কেউ বালাসনে পাথর ভেঙে কিংবা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেছিল। এর মাঝেই সমবায় প্রথায় কাঁচা চাপাতা তুলে তা বিক্রি করে। সব মিলিয়ে জটিলতা থাকলেও তা কাটিয়ে উঠতে সময় লাগলো ১০ বছর। গত ২৯শে এপ্রিল শিলিগুড়ি শ্রম দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে বাগান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন পাতা তোলার মাধ্যমে বাগান খুলল। মালিকপক্ষ জানান ১০ বছর পর বাগানটি খুলছে তাই স্বাভাবিক অবস্থা ফিরে আসতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। শ্রমিকরা সহযোগিতা করলে দ্রুত পুরনো চেহারায় ফিরে আসবে এই বাগানটি। অন্যদিকে খুশী চা শ্রমিকরা। ১০ বছর অনেক সমস্যা হয়েছে, বাগান খোলা থাকুক মত চা শ্রমিকদের।
১০ বছর পর খুলল চাবাগান!
