স্বাস্থ্য সাথী ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে পারফর্মারদের পুরস্কৃত করবে স্বাস্থ্য কমিশন

Spread the love

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য কমিশন সোমবার রাজ্যের ৪৭ টি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে বসেছিল। সেখানেই হাসপাতালগুলোকে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য কমিশন। কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসা সামগ্রীর খরচ চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা ওষুধ পত্র পুনর্বিবেচনা করার জন্য।

স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। এছাড়াও স্বাস্থ্য সাথী প্রসঙ্গে আলোচনাও হয়েছে। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে বেসরকারি হাসপাতাল গুলির কাছ থেকে কতজন স্বাস্থ্যসাথী ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চিকিৎসা পেয়েছেন তার রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট অনুযায়ী পারফর্মারদের পুরস্কৃত করবে স্বাস্থ্য কমিশন।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *