স্বামীর দ্বিতীয় বিয়ে। রাস্তায় চড় থাপ্পড় মারলেন স্ত্রী। পথ চলতি মানুষ হতবাক, স্বামী স্ত্রী-র মধ্যে বাকবিতণ্ডা। হঠাৎ স্ত্রী বাড়ি লোহার তৈরি গেট টপকে এসে স্বামীকে মারধর করেন। বাকবিতণ্ডার মাঝে ছেলেটির শাশুড়ি নিজের পায়ের জুতো খুলে জামাইকে মারতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগে প্রচুর মানুষের ভিড় জমে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরাভার ১৩ নং ওয়ার্ডের রায় কলোনী এলাকায়।জানা গিয়েছে, অভিযুক্ত যুবক চাকুলিয়া ব্লকের অস্থায়ী কর্মী। তার সঙ্গে ২০২২ সালে রায়গঞ্জ থানার টেনোহরি গ্রামের বাসিন্দা মহিলার বিয়ে হয়।
বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয় বলে স্থানীয় সূত্রে দাবি। বিষয়টি নাকি আদালতের বিচারাধীন।মহিলার অভিযোগ, তিনি জানতে পারেন তার স্বামী সবিনয় সাহা বিয়ে করে ওপর স্ত্রীকে বাড়িতেই রেখেছেন। খবর জানতে পেরে তার মা ও তিনি স্বামীর বাড়িতে যান । স্বামী বাড়ির বাইরে গেটে তালে মেরে তাদের আটকে রাখেন । তিনি কোনও ভাবে গেট টপকে বাইরে বেরিয়ে আসেন এবং স্বামীর সাথে কথা কাটাকাটি হয়। অপদিকে স্বামীর দাবি, বিয়ের পর থেকে বিভিন্ন কারণে তাদের মধ্যে অশান্তি চলছে। যা আদালতের বিচারিধীন রয়েছে। তার স্ত্রীর অভিযোগ নাকি একে বারে মিথ্যা। যে মহিলা তাদের বাড়িতে আছে সে তার মামাতো দাদার স্ত্রী। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।