ভোটার তালিকা বিতর্কে মমতার পাশে ইন্ডিয়া জোট, বাদল অধিবেশনে তীব্র বিরোধিতার সিদ্ধান্ত

Spread the love

বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতেই মুখ খুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সেই আশঙ্কাকে মান্যতা দিল ইন্ডিয়া জোট। শনিবার রাতে ২৪ দলের ভার্চুয়াল বৈঠকে সংসদের বাদল অধিবেশনে ভোটার তালিকা সংশোধন ও এনআরসি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তৃণমূল সূত্রের খবর, শুধুমাত্র ভোটার তালিকা নয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থার অপব্যবহার, নারী ও দলিতদের উপর নির্যাতন, বিদেশনীতি ও ‘অপারেশন সিঁদুর’ নিয়েও সরব হবে জোট। বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া-রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, হেমন্ত সরেন, ওমর আবদুল্লা, তেজস্বী যাদব-সহ ২৪ দলের শীর্ষনেতৃত্ব। কংগ্রেস সাংসদ প্রমোদ তেওয়ারির দাবি, প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলবে বিরোধীরা এবং কেন্দ্রের বিবৃতি চেয়ে সংসদে একজোটে সরব হবেন তারা।

এই বৈঠক ভারচুয়াল হলেও, শিগগির মুখোমুখি বৈঠকের পরিকল্পনা করছে জোট নেতৃত্ব।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *