Bangladesh: ভারত বাংলাদেশ মৎস্যজীবী বন্দি বিনিময়

Spread the love

অবশেষে নিজেদের দেশে ফিরতে চলেছেন ভারত এবং বাংলাদেশে আটকে থাকা মৎস্যজীবীরা। দুই দেশের মধ্যে বন্দী বিনিময় হবে রবিবার বঙ্গোপসাগরে। ভারত ও বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী গোটা প্রক্রিয়াটির ওপর নজর রাখবে। প্রায় ৯৫ জন মৎস্যজীবী বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন আর ভারত থেকে ৯০ জন ফিরবেন বাংলাদেশে।
১২ জন বাংলাদেশী মৎস্যজীবীকে শনিবার সকালেই হলদিয়া নিয়ে যাওয়া হয়েছে। ৭৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে পারাদ্বীপ থেকে। বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে তাদের রবিবার তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ৯৫ জন ভারতীয় মৎস্যজীবীকে এদেশের উপকূল রক্ষী বাহিনীর হাতে তুলে দেবে ঢাকা। বন্দী মৎস্যজীবীরা অধিকাংশই নামখানা ও কাকদ্বীপের বাসিন্দা। তাদের সোমবার গঙ্গাসাগরে নিয়ে যাওয়া হবে বলেই প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় গঙ্গাসাগরে থাকার কথা রয়েছে।
বাংলাদেশের জলসিমার ভেতর ঢুকে পড়ায় কাকদ্বীপের ছটি চলার আটক করেছিল প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। ওই ট্রলার গুলিতে ছিলেন মোট ৯৫ জন মৎস্যজীবী। তাদের গ্রেফতার করা হয়। সম্প্রতি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহা একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান, অন্তবর্তী সরকার ওই ৯৫ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। আটক ছটি ট্রলারকেও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রাজধানীর ঢাকা।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *