গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে ১৫ জানুয়ারি বিরাট টিকিট চেকিং ড্রাইভ অনুষ্ঠিত হলো। ইস্টার্ন রেলওয়ে প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয় শঙ্কর ঝা, শিয়ালদার ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী শশীরঞ্জন কুমার, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার শ্রী রবি শংকর প্রসাদ এবং অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার থ্রি অলক জেনার নেতৃত্বে এই টিকিট চেকিং অভিযান চলে শিয়ালদা ডিভিশনের কাকদ্বীপে। গোটা অভিযানের নেতৃত্ব দেন শিয়ালদার ডিআরএম শ্রী দীপক নিগম।
টিকিট কাটা নিয়ে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই ড্রাইভ। দীর্ঘ লাইন এড়াতে এবং টিকিট কাটা সহজ করতে ভারতীয় রেলওয়েতে মোবাইল আনরিজার্ভড টিকিটিং সিস্টেম চালু করা হয়েছে। শিয়ালদা ডিভিশনের সমস্ত ট্রেনে পুণ্যার্থীদের জন্য উন্নত শৌচালয়ের ব্যবস্থা করে রেল। প্রত্যেকটি স্টেশনে চিকিৎসা কেন্দ্র গঠন করা হয়েছিল। সেন্ট জন অ্যাম্বুলেন্স মোতায়ন ছিল প্রতিটি স্টেশনে। নিরাপত্তার খাতিরে সিসিটিভি ক্যামেরা এবং সিভিল ডিফেন্স পার্সোনাল মোতায়েন করা হয়েছিল। প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডক্টর উদয় শঙ্কর ঝাঁ গোটা ঘটনা পর্যবেক্ষণে রেখেছিলেন।
প্রত্যেক যাত্রীকে সুরক্ষিত এবং সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় রেল বদ্ধপরিকর। তাই প্রত্যেক যাত্রীকে টিকিট কাটার বিষয় সতর্ক হবার অনুরোধ রেলের তরফে।
শিয়ালদা ডিভিশনে টিকিট চেকিং অভিযান
