ঘটনাটি উত্তর ২৪ পরগনার বারাসাতের। বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের আরদেবক এলাকার।
এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকায় এক যুবক প্রায় বন্দুক দিয়ে পাখি মারতো বারণ করলেও সে তা মানতে নারাজ। বারাসাত থানায় কয়েকবার সে বিষয়ে জানানোর পরেও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। তখনই এক প্রতিবেশী বাড়ির বাইরে বেরিয়ে এসে দেখে এক সারমেয় রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে সে বলে তার বন্দুক থেকেই ভুল বসত গুলি চলে গিয়েছে। যে কারণে ওই নিষ্পাপ কুকুরটির মৃত্যু হয়েছে। নিষ্পাপ সারমেয়কে মেরে ফেলা এবং অবৈধ এই বন্দুক রাখা কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা স্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। এই ঘটনায় দুইজন যুবককে ইতিমধ্যেই আটক করেছে বারাসাত থানার পুলিশ পাশাপাশি বন্দুকটি বাযেআপ্ত করা হয়েছে।
যদিও ধৃত যুবকের বাবার দাবি, তার ছেলের কাছে কোনও অবৈধ অস্ত্র ছিল না।