রবিবার। দিঘায় ভিড়। এমনিতেই দিঘা এখন চর্চায়। মেরুকরণের রাজনীতিতে হিন্দুদের কে কাছে টানবে, তার দৌড় শুরু হয়েছে। এরই মধ্যে ৩০ এপ্রিল, অক্ষয়তৃতীয়ার দিন দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধন হওয়ার কথা। তার ঠিক ১০ দিন আগে দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথের মূর্তি।
দিঘার মন্দিরের কাছে তৈরি করা হয়েছে জগন্নাথ ঘাট। দূর সমুদ্র থেকে এই ঘাটের কাছেই মূর্তি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। মূর্টিতিকে তুলে আনা হয়। সাদা মূর্তি, গায়ে কমলা রঙের সাজ। প্রায় ২ ফুটের জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ। স্থানীয়রা বলছেন, জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে এ যেন ঈশ্বরের ইঙ্গিত। যদিও এই নিয়ে জ্যোতিষীরা মনে করছেন, এ ঘটনা খুবই স্বাভাবিক। পুরীর সমুদ্রে দেখা যায়। কোনও পুরোনো মূর্তি ভেসে আসতে পারে। বা কোনওভাবে তৈরি করা মূর্তি সমুদ্রে ভেসে আসতে পারে।
দিঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। দীঘায় ধাম উদ্বোধনের আগে অলৌকিক ঘটনা?
