আহত বুমরাহ

Spread the love

সিডনি টেস্টের দ্বিতীয় দিন শনিবার মধ্যাহ্নভোজের বিরতির কিছুক্ষণ পরেই মাঠ থেকে বেরিয়ে যান ভারতীয় পেশার যশপ্রীত বুমরাহ। হাসপাতালে নিয়ে যেতে হয় তাকে স্ক্যানের জন্য। তিনি ফিরে আসেন চা বিরতির পর। অস্ট্রেলিয়ার ইনিংস তখন শেষ হয়ে যাওয়ায় বোলিং বা ফিল্ডিং করার কোন প্রয়োজন ছিল না। তোমরা চোট নিয়ে কথা বললেন ভারতীয় দলের বোলার প্রসিদ্ধ কৃষ্ণা দিনের খেলা শেষের পর। প্রসিদ্ধ কৃষ্ণা জানিয়েছেন, পিঠের পেশীতে চোট পেয়েছেন যশপ্রীত বুমরাহ। সেই চোট কতটা গুরুতর তা জানতেই স্ক্যান করানো হয়েছে। তিনি আরো জানিয়েছেন, চিকিৎসকেরা আপাতত তাকে পর্যবেক্ষণে রেখেছেন। এরপরে কি হয় সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। তবে রবিবার বুমরাহ বল করতে পারবেন কিনা সে বিষয়ে কোন যথাযথ উত্তর দিতে পারেননি কৃষ্ণা। খেলার দিন মধ্যাহ্ন ভোজের বিরতির পর সতীর্থদের সাথেই মাঠে আবার নামেন বুমরাহ। তবে মাঠ ছাড়তে হয় তাকে এক ওভার বল করার পরেই। ভারতীয় দলের চিকিৎসক তাকে পরীক্ষা করেন ড্রেসিংরুমে। তারপরেই তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চোট খুব যে গুরুতর নয় তা নিশ্চিত করেছে চিকিৎসক মহল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *