কাশ্মীরে নিহত বাংলার জওয়ান ঝন্টু আলির দেহ, শহিদের দেহ শহরে

Spread the love

জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের বেছে বেছে খুন করা হয়েছে মঙ্গলবার। তারপর থেকে সার্চ অপারেশনে লেগে গিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং ভারতীয় সেনা। স্পেশাল ফোর্সেস অভিযান চালাচ্ছে। এরই মাঝে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে বাংলার জওয়ান ঝন্টু আলি শেখের। প্রায় সতেরো বছর ভারতীয় সেনায় কর্মরত তিনি। এই প্রথম কাশ্মীরে পোস্টিং পড়ে। আর তাতেই সব শেষ। শুক্রবার শহিদ হাবিলদার ঝন্টু আলি শেখকে গান স্যাল্যুট দেওয়া হয়। তারপর রাতে কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ এসে পৌঁছয়। শহরে এসে পৌছালো নিহত জাওয়ান ঝন্টু আলি শেখের নিথর দেহ। কলকাতা বিমানবন্দরে তাঁকে ভারতীয় সেনার তরফে গার্ড অফ ওনার দেওয়া হয়৷ রাজ্য সরকারের তরফে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, সব্যসাচী দত্ত এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেস নেতৃত্ব। এরপর তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরে। তারপর নদিয়ায় তাঁর বাড়িতে।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *