অভিনেতা যীশু সেনগুপ্ত বন্ধু সৌরভ দাসের সঙ্গে মিলে একটি নতুন প্রযোজনা সংস্থা চালু করেছেন। সুখবরটা যীশু দিয়েছিলেন বাংলার নববর্ষের দিনই। সংস্থার নাম রেখেছে “হোয়াই সো সিরিয়াস”।
দর্শক এর আগে যীশু সেনগুপ্ত কে বাংলা ছাড়াও হিন্দি ছবিতেও দেখেছে। এবার আরো এক সুখবর দিলেন তিনি। যীশু সেনগুপ্তের নাম জুড়ে গেল “রোহিত শেট্টি পিকচার্সের” ব্যানারের সঙ্গে।

সম্প্রতি যীশু সেনগুপ্ত সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। সেখানেই দেখা যাচ্ছে “রোহিত শেট্টি পিকচার্সে” তার নাম লেখা রয়েছে। সঙ্গে “অল দ্যা বেস্ট বস” লেখা। অনেকেই বলছে যীশু সেনগুপ্ত কে রোহিত শেট্টির অ্যাকশন থ্রিলারে এবার দেখা যাবে। যদিও অভিনেতা খোলসা করে এখনো কিছু বলেননি।