শহিদ মিনারে সারারাত জেগে চলবে প্রতিবাদ। প্রতিবাদে পথে চাকরি হারা শিক্ষক অশিক্ষিকরা। তাঁদের সঙ্গে কথা বলতে যান, ময়দান থানার পুলিশ আধিকারিকরা।
শহিদ মিনারে যাতে রাতে কোনও রকম সমস্যা না হয়, সেই বার্তা দেন পুলিশ আধিকারিকরা।
শৌচালয় থেকে রাতের খাবার এবং একই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয় তাঁদের বুঝিয়ে বলেন পুলিশ আধিকারিকরা।
আগামী কাল দুপুর ১২ টা পর্যন্ত শহিদ মিনার চত্বরে চাকরিহারারা থাকবেন।
সেটাও জানিয়ে দেন তাঁরা।
ময়দান থানার পক্ষ থেকে চার জন মহিলা পুলিশ কর্মী সহ ১২ জনের পুলিশ টিম মিনার চত্বরে নিরাপত্তার দায়িত্বে।
অনেক মহিলা শিক্ষকও রাতে শহিদ মিনার চত্বরে থাকবেন। তাই যেন কোনও রকম সমস্যা না হয় তার জন্যই শহিদ মিনারে পুলিশি নিরাপত্তা।