সুপ্রিম রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। রাজ্যের একাধিক স্কুল পড়েছে সংকটে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের ভেঙে না পড়ার বার্তা দিয়েছেন। নেতাজি ইন্ডোরে চাকরি হারাদের সমাবেশে আগামী ৭ এপ্রিল তিনি নিজেও যোগদান করবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চাকরিপ্রার্থী ও চাকরি হারাদের ঐক্য মঞ্চ সদস্যদের দাবি পয়লা বৈশাখের মধ্যে এই সমস্যার যেন তিনি সমাধান করেন। সমস্যা সমাধান না হলে আগামী একুশে এপ্রিল নবান্ন অভিযান করবেন চাকরিহারারা।
চাকরিপ্রার্থী ও চাকরি হারাদের ঐক্য মঞ্চের সদস্যরা শনিবার কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করেন। তারা বলেন, আর কোন প্রতিশ্রুতি তারা শুনবেন না, এবার আলোচনা করে পয়লা বৈশাখের মধ্যে সমস্যা সমাধান করতে হবে। তা না হলে আগামী একুশে এপ্রিল তারা নবান্ন অভিযান করবেন।