কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। কমপক্ষে ২৫ জন ওই এলাকায় জল খেয়ে অসুস্থ হয়েছে। সকলকেই সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল ও কামারহাটি ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
জল খাওয়ার পর এলাকায় এক দুজনের শরীর খারাপ শুরু হয়। এরপর তা বিশাল আকার ধারণ করে। উপসর্গ হিসেবে দেখা যায় ডায়রিয়া।
প্রাথমিকভাবে চিকিৎসকরা হয় মনে করছেন, এই উপসর্গ জল থেকেই ছড়াতে পারে। জলের নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে পরীক্ষার জন্য।
ইতিমধ্যে স্থানীয় এলাকার খোলা হয়েছে অস্থায়ী স্বাস্থ্য কেন্দ্র। একাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী এখানে আসছেন ডাক্তার দেখাতে। পানীয় জল ব্যবহার ইতিমধ্যে সতর্কতা জারি করেছে কামারহাটি পৌরসভা। টোটোয় ঘুরে মাইকিং করছেন কামারহাটির কাউন্সিলর নির্মলা রাই।
স্বাস্থ্য কেন্দ্রে একজন রোগী এসে জানান, ডায়রিয়া তো রয়েছেই, তবে ওষুধ খেয়ে যদি সেটা বন্ধ হয় তারপরে মাথা তুলে বসতে পারছেন না। চোখ ভার লাগছে।
গত তিন দিনে প্রায় ৫০ জন মতো রোগী এসেছেন। চিকিৎসক সুদীপ্ত সরকার জানিয়েছেন , জলে নমুনা ইতিমধ্যেই পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। রিপোর্ট পেন্ডিং আছে। জল থেকেই মনে করা হচ্ছে এই সংক্রমণ হচ্ছে। রিপোর্ট এলে বাকি সিদ্ধান্ত নেবেন তারা।