শেষ পর্যন্ত বলিপাড়ায় এল সেই বহু প্রতীক্ষিত খবর। জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রার ঘরে জন্ম নিল কন্যা সন্তান।
মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে আজ সকালে জন্ম হয়েছে তাঁদের প্রথম সন্তানের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মা ও মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তাঁরা।গত কয়েক মাস ধরেই কিয়ারার গর্ভাবস্থা নিয়ে বলিউডে চলছিল জোর জল্পনা।
বিভিন্ন অনুষ্ঠানে তাঁকে ঢেকে চলতে দেখা গিয়েছে, সিদ্ধার্থও ছিলেন সবসময় ছায়াসঙ্গী। কয়েকদিন আগেই একাধিকবার তাঁরা একসঙ্গে ক্লিনিক থেকে বের হতে দেখা গিয়েছে, যা নিয়ে চর্চা শুরু হয়েছিল নেটপাড়ায়।আজকের এই খবরে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বলিউডে। পরিবারের ঘনিষ্ঠরা হাসপাতালেই উপস্থিত ছিলেন।
আপাতত কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া না হলেও আশা করা হচ্ছে খুব শীঘ্রই কিয়ারা-সিদ্ধার্থ তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই খুশির খবর ভাগ করে নেবেন অনুরাগীদের সঙ্গে। ইতিমধ্যেই বলিউডের সহকর্মী এবং বন্ধুদের তরফে শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে।
নতুন সদস্যকে ঘিরে এখন কিয়ারা-সিদ্ধার্থ পরিবারে আনন্দের আবহ। বলিপাড়া এখন শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছে এই সেলেব কাপলের জন্য।