KOLKATA: আহিরীটোলায় মুণ্ডহীন দেহ উদ্ধার!

Spread the love

ভোররাত থেকে ঘণ্টার পর ঘণ্টা ট্যাক্সি ভাড়া করে ঘোরাফেরা। ভোরের আলো ফুটতেই তড়িঘড়ি দেহ ফেলার ভাবনা। আহিরীটোলায় ব্যাগে মহিলার মুণ্ডহীন দেহ উদ্ধার। স্থানীয়দের দাবি, বেশ কিছুক্ষণ আহিরীটোলায় ঘোরাফেরা করছিলেন দুই মহিলা। সঙ্গে ছিল রহস্যজনক ব্যাগ। প্রাতঃভ্রমণকারীরা চেপে ধরতেই প্রকাশ্যে আসে রহস্য। ব্যাগে লাগা রক্ত দেখেই শুরু হয় সন্দেহ। ওই দুই মহিলার দাবি বারবার বদলাতে থাকে। স্থানীয়দের দাবি, কখনও শাশুরির দেহ, কখনও কুকুরের মৃতদেহ, কখনও পোড়া দেহ – এভাবেই বয়ান বদল করতে থাকেন ওই দুই মহিলা। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ এসে ব্যাগ খুলতেই মুণ্ডহীন এক মহিলার দেহ উদ্ধার হয়। স্থানীয়দের কথায়, হাতে থাকা আরও একটি ব্যাগে ছিল প্রচুর নগদ টাকা। দেহ থাকা ব্যাগ এতটাই ভারী ছিল, যে তোলা যাচ্ছিল না। তারা গাড়ি ভাড়া করে এসেছিলেন। বর্তমানে তদন্তে পুলিশ।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *