কৃষ্ণ জন্মভূমি মামলায় ধাক্কা, ঈদগাহ মসজিদকে ‘বিবাদিত কাঠামো’ ঘোষণা করার আবেদন খারিজ হাইকোর্টে

Spread the love

মথুরার কৃষ্ণ জন্মভূমি মামলায় বড় সিদ্ধান্ত নিল এলাহাবাদ হাইকোর্ট। ঈদগাহ মসজিদকে ‘বিবাদিত কাঠামো’ হিসেবে ঘোষণা করার আবেদন খারিজ করে দিল আদালত। হিন্দু পক্ষের এই আবেদন আদালত গ্রহণ করেনি।

গত ২৩ মে মামলার শুনানিতে আদালত জানায়, এই দাবির জন্য উপযুক্ত আইনগত ভিত্তি নেই। পাশাপাশি, মুসলিম পক্ষের জবাব দেওয়ার জন্য আরও সময় দেওয়া হয়েছে।

এই মামলায় মোট ১৮টি মামলা চলছে কৃষ্ণ জন্মভূমি ও ঈদগাহ মসজিদ নিয়ে। আগামী শুনানি নির্ধারিত হয়েছে ৪ জুলাই

এর আগে হাইকোর্ট জানিয়ে দেয়, এই মামলা Places of Worship Act, 1991 বা অন্যান্য আইনের অধীনে আটকানো যাবে না।

সম্প্রতি, এক ব্যক্তি রাধারানীকে মামলার পক্ষভুক্ত করার আবেদন জানালে সেটিও আদালত খারিজ করে দেয়। বিচারপতির মতে, পুরাণ বা ধর্মীয় চরিত্রদের আইনি পক্ষ হিসেবে রাখা যায় না।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *