১৬ জনের যাবজ্জীবন!

Spread the love

৯ বছর আগে নৃশংস খুনের অভিযোগ। ঘটনায় একইসঙ্গে ১৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। মালদহে। ২০১৬ সালের ২৫ মার্চ জমি নিয়ে বিবাদের জেরে মালদহের হরিশ্চন্দ্রপুরের অঙ্গারমনি এলাকায় ভবতোষ সাহা ওরফে বাবলা নামে এক ব্যক্তিকে খুনের অভিযোগ ওঠে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে প্রকাশ্যে এলোপাথাড়ি কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। খুনের ঘটনায় পরদিন হরিশ্চন্দ্রপুর থানায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মৃতের শরীরে অন্তত নয় জায়গায় গভীর ক্ষত পাওয়া যায়। পুলিশ চার্জশিট দেওয়ার পর শুরু হয় বিচার পর্ব। বিচার-পর্ব চলাকালীন মৃত্যু হয় দুইজনের। মামলায় ১৮ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ১৬ জনকে সোমবার দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার মালদহেr চাঁচল মহকুমা আদালতের বিচারক সুরজিৎ দে এই হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত ১৬ জনকেই যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। রায়কে স্বাগত জানিয়েছে নিহতের পরিবার এবং সরকারি আইনজীবী। যদিও মামলার রায়ের বিরুদ্ধে উচ্চআদালতে যাওয়ার কথা জানিয়েছে বিবাদি পক্ষ। অভিযুক্তদের মধ্যে একজন মহিলাকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন বিচারক।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *