CHRISTMAS: অদূরে ধর্মতলা-মমতা ধর্মনিরপেক্ষ! রাজ্যে সংখ্যালঘু বিতর্কের আবহে বড়দিনে উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

কলকাতা: তাঁর দলের নেতা তথা তাঁর প্রশাসনের মন্ত্রী, সদ্য সংখ্যালঘু নিয়ে মন্তব্য করে জড়িয়েছিলেন। পাল্টা ধমক শুনেছিলেন নেত্রীর থেকে। তৃণমূল আগাগোড়াই নিজেকে ধর্মনিরপেক্ষ দাবি করে। তাতে আঘাত হানতে পারে ফিরহাদ হাকিমের মন্তব্য। সুযোগ বুঝে ‘বকে’ দিয়েছেন মমতা। এবার তৃণমূল সুপ্রিমোকে দেখা গেল খাস কলকাতার প্রাণকেন্দ্রে। অদূরে ধর্মতলা। পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেক কাটলেন, দিলেন ঐক্যের বার্তা। মুখ্যমন্ত্রী জানান, বাংলা সব ধর্মের উৎসব গর্বের সঙ্গে উদযাপন করে। বড়দিনের পাশাপাশি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

“ধর্ম যার যার উৎসব সবার” এই বার্তা মমতার মুখে শোনা গেছে বহুবার। রেড রোডে নামাজ থেকে দুর্গাপুজো, বড়দিন থেকে গুরুদ্বার। মমতা বন্দ্যোপাধ্যায়ের পা পড়েছে সর্বত্র। এই আবহে বহু বিরোধিতা করতে দেখা গেছে বিরোধীদের। তবুও তাক লাগিয়ে ২০২১, ২০২৪ নির্বাচনে সংখ্যালঘু, সংখ্যাগুরু দুই ভোটে ভোটবক্স উপচে পড়েছে তৃণমূলের। রাজ্যে ধর্মীয় আলোচনার ঘায়ে মমতার বড়দিনের উদ্বোধন কেমন যেন মলম লাগিয়ে দিয়ে গেল।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *