যোগ্যদের চাকরি থাকবে। চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী। চাকরিহারাদের চাকরির আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের।
গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষকের। এরপরই সোমবার, অর্থাৎ ৭ই এপ্রিল চাকরিহারাদের সঙ্গে বৈঠকের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই মতো সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নেতাজি ইনডোরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, আমি থাকতে কারও চাকরি যাবে না। আদালতের নির্দেশ মেনে যোগ্যদের চাকরি ফিরবে। ২ মাসের মধ্যে চাকরি ফিরে পাওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। নোটিস না পাওয়া পর্যন্ত স্কুলে গিয়ে পড়ানোর আবেদন। কারও সার্ভিস ব্রেক হবে না। যে কোনও বিপদের সময় পাশে রাজ্য সরকার।
মানবিকতার খাতিরে যোগ্য-অযোগ্য নিয়ে ব্যাখ্যা দিক সুপ্রিম কোর্ট। ২ মাস কষ্ট করলে ২০ বছর কষ্ট করতে হবে না। ভরসা রাখার বার্তা মুখ্যমন্ত্রীর।
যোগ্যদের হয়ে লড়াইয়ে দক্ষ আইনজীবীদের টিম গঠন রাজ্যের। চাকরিহারাদের বৈঠক থেকেই ঘোষণা মুখ্যমন্ত্রীর। খতিয়ে দেখা হবে অযোগ্যদের নথিও। কীসের ভিত্তিতে অযোগ্য। দেখার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।