সোমবার রাতে মেট্রোর মধ্যে এক মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগে ধুন্ধুমার কাণ্ড বাঁধে এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে। পুরুষ রাত্রি টিকে কুঁদঘাট স্টেশনে নামিয়ে অভিযুক্তকে আরপিএফ এর হাতে তুলে দেওয়ার আগে জুতোপেটা করা হয়।
ঘটনাটি ঘটে কবি সুভাষগামী মেট্রোতে। রাতের ভিড় মেট্রোতে পুরুষযাত্রী মহিলার গায়ে হাত দেন। তা হাতে নাতে ধরে ফেলেন কয়েকজন যাত্রী। উত্তেজনা শুরু হয় রবীন্দ্র সরোবর স্টেশন ছাড়তেই। পরিস্থিতি জটিল হয় টালিগঞ্জ স্টেশনে।
এরপরেই কুঁদঘাট স্টেশনে অভিযুক্ত নামেন। সেখানেই তাকে পাকড়াও করেন সহযাত্রীরা। জুতোপেটা করা হয় অভিযুক্তকে এবং পরে তাকে স্টেশন মাস্টারের হাতে তুলে দেওয়া হয়। রিজেন্ট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে