শহরে ঘটে গেল মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন লেগেছে উত্তর কলকাতার মেছুয়া বাজারে। ফলের বাজার ঝলসে গিয়েছে। দমকলের ছটি ইঞ্জিন আপাতত ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সম্পূর্ণ এলাকা ভীতিগ্রস্ত।
জোড়াসাঁকোর কাছে আগুন। কলকাতার মদনমোহন বর্মণ স্ট্রিটে মঙ্গলবার রাতে অমঙ্গল। একটি হোটেলে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে প্রথমে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পরে আরও দুটি ইঞ্জিন পৌঁছয়। সঙ্গে সঙ্গে মাইকিং করা হয় কেউ যেন ঝাঁপ না দেন। হাইড্রোলিক ল্যাডার দিয়ে উদ্ধারকাজের চেষ্টা। একজন একজন করে উদ্ধার করা হয়। গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা। ভেতরে একের পর এক বিস্ফোরণ। আতঙ্কে ঝাঁপ দেন একজন। কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও একজনকে বাঁচানো যায়নি বলে খবর।