মেট্রো কর্তৃপক্ষ দোলযাত্রা উপলক্ষে বেশ কিছু পরিবর্তন এনেছে পরিষেবায়। রাজ্যের দোলযাত্রা পালিত হবে শুক্রবার ১৪ ই মার্চ।
দোলযাত্রা উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে সেই দিন। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (ব্লু লাইন), শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ (গ্রীন লাইন ১), হাওড়া ময়দান থেকে এক্সপ্ল্যানেড (গ্রীন লাইন ২) লাইনে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে মেট্রো কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে, অন্যান্য দিনের তুলনায় দেরিতে শুরু হবে মেট্রো পরিষেবা দোলের দিন।
দুপুর আড়াইটা নাগাদ দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও কবি সুভাষ স্টেশন থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে। মেট্রো পরিষেবা শুরুর পর সময়ে তারতম্য থাকলেও শেষ মেট্রোর সময় বদলাচ্ছে না। সবমিলিয়ে দোল পূর্ণিমায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত ব্লু লাইনে আপডাউন মিলিয়ে মোট ৬০টি মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
সেক্টর ফাইভ ও শিয়ালদহ মেট্রো লাইনে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টে। হাওড়া ময়দান ও এক্সপ্ল্যানেড এর মধ্যে মেট্রো চলাচল শুরু হবে দুপুর থেকেই। সেক্টর ফাইভ-শিয়ালদহ, এক্সপ্ল্যানেড-হাওড়া লাইনে শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত আটটায় এমনটাই মেট্রসূত্রে খবর।