ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা!

Spread the love

খবরের সত্যতা যাচাই করেনি INDINEWS24

গণধর্ষণের অভিযোগে হিমাচল প্রদেশের পুলিশ হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাদোলি ও গায়ক রকি মিত্তলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা। নয়া দিল্লির এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে।
৩রা জুলাই ২০২৩ সালে হিমাচল প্রদেশের কসৌলিতে এক হোটেলে এক মহিলাকে ধর্ষণ করা হয়। এক বন্ধুর মাধ্যমে নির্যাতিতার সঙ্গে অভিযুক্তদের পরিচয় হয়েছিল বলেই জানা যায়।
অভিযোগকারীনি দাবি করেছেন ,’আমাকে ছবি নাইকা হওয়ার টোপ দেওয়া হয়েছিল এমনকি হরিয়ানার বিজেপি সভাপতি সরকারি চাকরিরও প্রতিশ্রুতি দেন এর পরেই তারা আমাকে অ্যালকোহল অফার করেন কিন্তু আমি খাইনি। কিন্তু এবার ওরা জোর করে মদ খেতে বাধ্য করেন তারপরেই শুরু হয় নির্ধারণ মদ খেতে বাধ্য করেন তারপরেই শুরু হয় নির্যাতন। আমি বাধা দিলে হুমকি দেওয়া হতে থাকে। ওই দুজন মিলে আমাকে ধর্ষণ করে আমার নগ্ন ছবি তোলা হয় এবং ভিডিও তোলা হয়েছে একটি। এরপর শাসিয়ে বলা হয় খুলে গায়েব করে দেওয়া হবে।’ সমস্ত অভিযোগী বিজেপি নেতা মোহনলাল বাদোলি সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এইসব এফ আই আর কে ভুয়ো বলেও দাবী করেছেন। সামনে দিল্লি নির্বাচন বলে এই সমস্ত ভুয়ো অভিযোগ তোলা হচ্ছে বলেই তিনি মনে করেন। অবশ্য এখনো পর্যন্ত কারোকেই গ্রেফতার করা হয়নি।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *