যুবভারতী ক্রীড়াঙ্গনে বেঙ্গালুরু কে ২-১ গোলে পরাজিত করল মোহন বাগান। আই এস এলের দ্বিতীয়ার্ধে শুরুতেই পিছিয়ে পড়েছিল তারা।
খেলা দেখে মনে হচ্ছিল যতক্ষণ মোহনবাগান না চাইবে ততক্ষণ খেলা শেষ হবে না। কামিংস ৭২ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরালেন। এর আগে আইএসএল কাপ কোন দল ঘরের মাঠে জেতেনি। মোহনবাগান এক্ষেত্রে ইতিহাস গড়ল।
আইএসএল কাপ জিতে দ্বিতীয় বার মোহনবাগান এক অন্য শিরোপার অধিকারী হল। এর আগে মোহনবাগানের ঝুলিতে ছিল লিগ শিল্ড। আজ iদু-এক গোলে সবুজ মেরুন বাহিনী বেঙ্গালুরুকে হারিয়েছে।
মোহনবাগান সুপার জায়ান্ট – এর পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এক্স হ্যান্ডেলে তাদের শুভেচ্ছা জানিয়েছেন।