আবার রাজ্যে শুট আউট। ফাইন্যান্স কোম্পানি কর্মীদের লক্ষ্য করে পর পর গুলি। গুলিতে জখম দীপ্তেশ মণ্ডল নামে এক যুবক। এখানেই শেষ নয়। অপহরণ করে নিয়ে যাওয়া হয় ইন্দ্রজিৎ ঘোষ নামে ফাইন্যান্স কোম্পানির আরও এক কর্মীকে। ঘণ্টা চারেক চলে এই কাণ্ড। মালদহের কালিয়াচক থেকে উদ্ধার অপহৃত ইন্দ্রজিৎ ঘোষ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস কয়েক আগে ফাইন্যান্স কোম্পানি থেকে গাড়ি কিনেছিল যুবক। কিন্তু কিস্তির টাকা দিতে পারছিল না। সোমবার বিকেলে নবগ্রামে জাতীয় সড়কের পাশে ওই যুবকের গাড়ি আটকায় ফাইন্যান্স কোম্পানির কর্মীরা। বাইক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা।
অভিযোগ, সেই সময় ফাইন্যান্স কোম্পানির কর্মীদের লক্ষ্য করে গুলি ছুটতে শুরু করে ওই বাইকের মালিক। অভিযুক্তের সঙ্গে ছিল আরো দুজন। গুলিবিদ্ধ হন দীপ্তেশ মণ্ডল নামে ফাইন্যান্স কোম্পানির এক কর্মী। এরপরই ইন্দ্রজিৎ ঘোষ নামে ফাইন্যান্স কোম্পানির আরও এক কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। গাড়িতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তাকে বলে অভিযোগ। চার ঘণ্টা পর। মালদহের কালিয়াচক থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ।