নাগা চৈতন্য ও শোভিতা সদ্য বিবাহ করেছেন। মাত্র পাঁচ মাসে তাদের পরিবারে আসতে চলেছেন নতুন সদস্য। এমনটাই দাবি করেছে তাদের ঘনিষ্ঠ একজন।
সম্প্রতি শোভিতা ও নাগাকে দেখা গিয়েছিল ওয়ার্ল্ড অডিও ভিসুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট সামিটে। শোভিতার পরনে ছিল শাড়ি। সমালোচকদের অনেকেই দাবি করেছেন, কখনো হাত দিয়ে আবার কখনো ভারি সারির আচল দিয়ে বেবি পাম্প লুকানোর চেষ্টা করেছেন শোভিতা।
তাদের বিয়ের বয়স মাত্র পাঁচ মাস। যদিও ঘনিষ্ঠ মহল থেকে দাবী করা হয়েছে নাগা পত্নী অন্তঃসত্ত্বা নন। যদিও নাগা ও শোভিতা এ বিষয়ে কোন মন্তব্য রাখেননি।
২০২২ সালে নাগার সাথে পরিচয় হয় শোভিতা ধুলিপালার। তখন নাগা সামান্থার সঙ্গে বিবাহিত। সেই বিবাহ ও সুখের না হওয়ায় দুজনেই আলাদা হয়ে যান। অবশেষে সম্প্রতি নাগা ও শোভিতার চার হাত এক হয়েছে।