বর্ষবরণে মাতোয়ারা শহর থেকে জেলা। রাস্তায় উপচে পড়া ভিড়। ঘড়ির কাঁটা ১২ টা ছোঁয়ার অপেক্ষা। ২০২৫ কে স্বাগত জানাতে আনন্দ উৎসব। আলোয় আলোয় নতুন বছর।
ভারতীয় সময়ের প্রায় ৫ থেকে ৭ ঘণ্টা এগিয়ে অস্ট্রেলিয়া এবং অকল্যান্ড। তাই ইতিমধ্যে বর্ষবরণের আতশবাজিতে ঢাকল আকাশ। নতুন বছরকে স্বাগত জানালো দুই দেশ। পায়ে পায়ে উৎসবের মেজাজ। ভিড়ে ভিড় পার্কস্ট্রিট থেকে গোটা শহর কলকাতা। আলোয় মেতে উঠেছে আম জনতা। রাস্তায় চোখে পড়ার মতো ভিড়। শহর কলকাতায় ৫০টি স্পেশাল নাকা চেকিংয়ের ব্যবস্থা। সাড়ে ৪ হাজার পুলিস মোতায়েন থাকবে রাস্তায়। ড্রোনের মাধ্যমেও চলবে নজরদারি। মঙ্গলবার রাত থেকে একাধিক রাস্তায় নিয়ন্ত্রিত যান চলাচল।