সাংগঠনিক স্তরে কর্মীদের চাগিয়ে তুলতে ময়দানে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। সামাজিক মাধ্যমের গ্রুপে কর্মীদের বার্তা বিজেপি বিধায়কের। ১৫০ করে সদস্য সংগ্রহ করতে পারলে উপহার স্বরূপ একটি করে মোদী জ্যাকেট দেওয়া হবে বুথ সভাপতিদের। কমপক্ষে ৭৫ সদস্য সংগ্রহ করলে ১০০ টাকা নগদ। কমপক্ষে ১০০ সদস্য সংগ্রহ করতে না পারলে পদাধিকারীদের তালিকায় আসা যাবে না বলেও স্পষ্ট বার্তা বিধায়কের।

১৫ ডিসেম্বর পর্যন্ত সদস্যতা অভিযানে বিভিন্ন জেলায় ৮৪টি বৈঠক সেরেছেন দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি এগিয়ে থাকলেও জেলা স্তরে সাংগঠনিক দুর্বলতা যে চোখে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। জোর করে সদস্য সংগ্রহ করা যায় না। অর্থের প্রলোভন দেখাতে হচ্ছে বিধায়ককে। বলতে ছাড়েনি তৃণমূল।