শ্যামপুকুর থানার পেছনে একটি স্কুল। সেই স্কুলে পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগে উত্তাল!
উত্তর কলকাতার বলরাম ঘোষ স্ট্রিট। সেখানে শ্যামপুকুর থানার পিছনে পরিচিত স্কুল। সেই স্কুলে পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগ।
জানা গিয়েছে, স্কুলে কাজ চলছিল। সেখানেই যারা মিস্ত্রির কাজ করছিলেন, তারাই শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ। ঘটনায় অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখান। পৌঁছয় প্রচুর পুলিশ বাহিনী। স্কুলে যারা কাজ করছেন, তাদের বের করে নিয়ে যায় পুলিশ। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর।